মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৯৪
৭. প্রথম অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৩৯৯৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যেই জনপদে তোমরা প্রবেশ কর এবং (বিনাযুদ্ধে) উহাতে আধিপত্য লাভ কর, সেই স্থানের সম্পদের মধ্যে তোমাদের অংশ রহিয়াছে। আর যেই জনপদের অধিবাসীগণ আল্লাহ্ ও তাহার রাসূলের নাফরমানী করে (এবং যুদ্ধের মাধ্যমে উহা জয় কর), সেইখানের সম্পদে আল্লাহ্ ও তাঁহার রাসুলের এক পঞ্চমাংশ রহিয়াছে, অবশিষ্ট যাহা থাকে তাহা তোমাদেরই। -মুসলিম
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا قَرْيَةٍ أَتَيْتُمُوهَا وأقمتمْ فِيهَا فَسَهْمُكُمْ فِيهَا وَأَيُّمَا قَرْيَةٍ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ خُمُسَهَا لِلَّهِ وَلِرَسُولِهِ ثُمَّ هِيَ لَكُمْ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

যেই স্থানের লোকেরা আত্মসমর্পণ করিয়া কোন একটি সন্ধি-চুক্তির মধ্যে আবদ্ধ হয় ; সেই স্থানের সম্পদের মধ্যে সমস্ত মুসলমানের হক আছে। কেননা, উহা ফায়, উহা কেবলমাত্র তাহারা এককভাবে পাইবে না যাহারা তাহাদের মোকাবিলায় গিয়াছিল। কিন্তু লড়াইয়ের পরে যে সমস্ত মাল হস্তগত হয় উহার পঞ্চমাংশের পর অবশিষ্টগুলি কেবলমাত্র সেই সমস্ত সৈনিকদের মধ্যে বিতরণ করা হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯৯৪ | মুসলিম বাংলা