মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৮৮
৭. প্রথম অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৩৯৮৮। ইয়াযীদ ইবনে হরমুয (রঃ) বলেন, একদা (খারেজী সরদার) নাজদাতুল হারূরী হযরত ইবনে আব্বাসের নিকট পত্র লিখিয়া জানিতে চাহিল—যদি কোন ক্রীতদাস ও নারী জেহাদে অংশগ্রহণ করে, তাহারা গনীমতের মালে কোন অংশ পাইবে কিনা ? তখন হযরত ইবনে আব্বাস (রাঃ) ইয়াযীদকে বলিলেন, তাহাকে লিখিয়া দাও যে, তাহাদের কোন অংশ নাই। অবশ্য ইমাম তাহাদিগকে সামান্য কিছু মাল প্রদান করিতে পারেন।
অপর আর এক সূত্রে বর্ণিত—উত্তরে হযরত ইবনে আব্বাস (রাঃ) তাহাকে লিখিয়া পাঠাইয়াছেন যে, তুমি আমার কাছে লিখিয়া জানিতে চাহিয়াছ যে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যুদ্ধে নারীদিগকে সঙ্গে নিতেন এবং তাহাদিগকে কি গনীমতের মালের অংশ দিতেন ? অবশ্য রাসূলুল্লাহ্ (ছাঃ) নারীদিগকে জেহাদে সঙ্গে নিতেন, তাহারা অসুস্থ ও আহত মুজাহিদদের পরিচর্যা ও সেবা-শুশ্রুষা করিত এবং তাহাদিগকে গনীমত হইতে সামান্য কিছু দান করিতেন। কিন্তু তাহাদিগকে নিয়মিত কোন অংশ দেওয়া হইত না। —মুসলিম
অপর আর এক সূত্রে বর্ণিত—উত্তরে হযরত ইবনে আব্বাস (রাঃ) তাহাকে লিখিয়া পাঠাইয়াছেন যে, তুমি আমার কাছে লিখিয়া জানিতে চাহিয়াছ যে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যুদ্ধে নারীদিগকে সঙ্গে নিতেন এবং তাহাদিগকে কি গনীমতের মালের অংশ দিতেন ? অবশ্য রাসূলুল্লাহ্ (ছাঃ) নারীদিগকে জেহাদে সঙ্গে নিতেন, তাহারা অসুস্থ ও আহত মুজাহিদদের পরিচর্যা ও সেবা-শুশ্রুষা করিত এবং তাহাদিগকে গনীমত হইতে সামান্য কিছু দান করিতেন। কিন্তু তাহাদিগকে নিয়মিত কোন অংশ দেওয়া হইত না। —মুসলিম
وَعَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ قَالَ: كَتَبَ نَجْدَةُ الْحَرُورِيُّ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ عَنِ الْعَبْدِ وَالْمَرْأَة يحْضرَانِ لمغنم هلْ يُقسَمُ لَهما؟ فَقَالَ ليزيدَ: اكْتُبْ إِلَيْهِ أَنَّهُ لَيْسَ لَهُمَا سَهْمٌ إِلَّا أَنْ يُحْذَيَا. وَفِي رِوَايَةٍ: كَتَبَ إِلَيْهِ ابْنُ عَبَّاسٍ: إِنَّكَ كَتَبْتَ إِلَيَّ تَسْأَلُنِي: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو بِالنِّسَاءِ؟ وَهَلْ كَانَ يَضْرِبُ لَهُنَّ بِسَهْمٍ؟ فَقَدْ كَانَ يَغْزُو بِهِنَّ يُدَاوِينَ الْمَرْضَى وَيُحْذَيْنَ مِنَ الْغَنِيمَةِ وَأَمَّا السَّهْمُ فَلَمْ يَضْرِبْ لَهُنَّ بِسَهْمٍ. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
হারূরা কুফার একটি গ্রামের নাম। কুফা নগরী হইতে ইহার দূরত্ব মাত্র দুই মাইল। এইখানের অধিবাসীরা খারেজী বলিয়া পরিচিত। হযরত আলী (রাঃ)-এর সমর্থন ত্যাগ করিয়া ভিন্ন একটি বাতেল মত ও দল গঠন করিয়া তাহারা এইখানে একত্রিত হইয়াছিল।
অধিকাংশ ওলামাদের মতে, দাস-দাসী, শিশু-কিশোর, নারী ও যিম্মী, ইহারা যুদ্ধে অংশগ্রহণ করিলে رضخ ) (কিছু পরিমাণ মাল) অনুদান হিসাবে পাইবে। উহার পরিমাণ একটি অংশের চাইতে কম হইতে হইবে এবং বায়তুল মালের হিসসা এক পঞ্চমাংশ বাহির করার পূর্বেই উহা প্রদান করিতে হইবে। মোটকথা, তাহাদের নিয়মিত কোন অংশ নাই।
অধিকাংশ ওলামাদের মতে, দাস-দাসী, শিশু-কিশোর, নারী ও যিম্মী, ইহারা যুদ্ধে অংশগ্রহণ করিলে رضخ ) (কিছু পরিমাণ মাল) অনুদান হিসাবে পাইবে। উহার পরিমাণ একটি অংশের চাইতে কম হইতে হইবে এবং বায়তুল মালের হিসসা এক পঞ্চমাংশ বাহির করার পূর্বেই উহা প্রদান করিতে হইবে। মোটকথা, তাহাদের নিয়মিত কোন অংশ নাই।
