মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৮৭
৭. প্রথম অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৩৯৮৭। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (যুদ্ধে অংশগ্রহণকারী) ব্যক্তি ও তাহার ঘোড়ার জন্য গনীমতের মালে তিন অংশ নির্ধারণ করিয়াছেন। ব্যক্তির জন্য এক অংশ এবং ঘোড়ার জন্য দুই অংশ। —মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْهَمَ لِلرَّجُلِ وَلِفَرَسِهِ ثَلَاثَةَ أَسْهُمٍ: سَهْمًا لَهُ وَسَهْمَيْنِ لِفَرَسِهِ

হাদীসের ব্যাখ্যা:

ইমাম মালেক, শাফেয়ী, আহমদ, ইসহাক ও সাহেবাইন সহ প্রমুখ ইমামগণ এই হাদীসের ভিত্তিতে বলেন, ঘোড়ার দুই অংশ এবং ব্যক্তির এক অংশ। পক্ষান্তরে ইমাম আবু হানীফা (রঃ) বলেন, সর্বমোট দুই অংশ পাইবে। অর্থাৎ, ঘোড়ার এক অংশ এবং ব্যক্তির নিজের এক অংশ। আবু দাউদে বর্ণিত আছে فاعطى الفارس سهمين واعطى الراجل سهما অর্থাৎ, হুযূর (ﷺ) ঘোড়সওয়ার সৈনিককে দুই অংশ এবং পদাতিক সৈন্যকে এক অংশ প্রদান করিয়াছেন। তিনি এইখানে আলোচ্য হাদীসের জবাবে বলেন, অত্র হাদীসে বর্ণিত তৃতীয় অংশটি প্রাপ্য অংশ হিসাবে দেওয়া হয় নাই; বরং উহা ছিল نفل বা অতিরিক্ত এক ভাগ। কোন মুজাহিদকে এই ধরনের অতিরিক্ত কিছু প্রদান করার অধিকার ইমামের রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯৮৭ | মুসলিম বাংলা