মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৮৪
৬. তৃতীয় অনুচ্ছেদ - নিরাপত্তা (আশ্রয়) প্রদান
৩৯৮৪। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলিয়াছেন, ইবনে নাওয়াহা ও ইবনে উসাল নামক দুই ব্যক্তি (নবুওতের মিথ্যা দাবীদার) মুসাইলামার দূত হইয়া নবী (ﷺ)-এর নিকট আসিল। তখন নবী (ﷺ) তাহাদের উভয়কে বলিলেনঃ তোমরা কি সাক্ষ্য দাও যে, আমি আল্লাহর রাসূল? তাহারা বলিল, আমরা সাক্ষ্য দিতেছি যে, মুসাইলামা আল্লাহর রাসূল। অতঃপর নবী (ﷺ) বলিলেন, আমি আল্লাহ্ ও তাঁহার রাসূলের প্রতি ঈমান আনিলাম। (তারপর বলিলেন,) যদি কোন দূতকে হত্যা করা আমার নিয়ম থাকিত, তাহা হইলে আমি অবশ্যই তোমাদিগকে কতল করিতাম।
হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, সেই হইতে এই রীতি প্রচলিত রহিয়াছে যে, দূতকে হত্যা করা যায় না। –আহমদ
হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, সেই হইতে এই রীতি প্রচলিত রহিয়াছে যে, দূতকে হত্যা করা যায় না। –আহমদ
الْفَصْل الثَّالِث
عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: جَاءَ ابْنُ النَّوَّاحَةِ وَابْنُ أُثَالٍ رَسُولَا مُسَيْلِمَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمَا: «أَتَشْهَدَانِ أَنِّي رَسُولُ اللَّهِ؟» فَقَالَا: نَشْهَدُ أَنَّ مُسَيْلِمَةَ رَسُولَ اللَّهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آمَنْتُ بِاللَّهِ وَرَسُولِهِ وَلَوْ كُنْتُ قَاتِلًا رَسُولًا لَقَتَلْتُكُمَا» . قَالَ عَبْدُ اللَّهِ: فَمَضَتِ السُّنَّةُ أَنَّ الرَّسول لَا يُقتَلُ. رَوَاهُ أَحْمد
