মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৮৩
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নিরাপত্তা (আশ্রয়) প্রদান
৩৯৮৩। আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করেন যে, একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার ভাষণে বলিয়াছেনঃ তোমরা জাহিলী যুগের কৃত কসমসমূহ পূরণ করিয়া ফেল। কেননা, ইসলাম কসমের গুরুত্বকে ( হ্রাস করে না বরং) বর্ধিতই করে। আর ইসলামের পর নূতনভাবে কোন কসম করিও না। (অর্থাৎ, জাহিলী যুগের রীতি-নীতি অনুযায়ী কসম ইসলামের মধ্যে সৃষ্টি করিও না। কেননা, ওয়াদা অঙ্গীকারের জন্য ইসলামই যথেষ্ট। অন্য কোন ধর্মের নিয়ম-কানুন প্রচলন করার আদৌ প্রয়োজন নাই। ইসলাম নেক ও কল্যাণময় কাজের নির্দেশ দেয়। অকল্যাণ ও গুনাহের কাজে বাধা দেয়।) —তিরমিযী হুসাইন ইবনে যাওয়ান সূত্রে বর্ণনা করেন এবং বলেন, হাদীসটি হাসান। আলী (রাঃ) হইতে বর্ণিত হাদীস “সমস্ত মুসলমানের খুন এক সমান” কিতাবুল কেছাছে বর্ণিত হইয়াছে।
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي خطْبَة: «أَوْفوا بِحلف الْجَاهِلِيَّة فَإِنَّهُ لَا يزِيد يَعْنِي الْإِسْلَامَ إِلَّا شِدَّةً وَلَا تُحْدِثُوا حَلِفًا فِي الإِسلامِ» . رَوَاهُ الترمذيُّ من طريقِ ابنِ ذَكْوَانَ عَنْ عَمْرٍو وَقَالَ: حَسَنٌ
وَذَكَرَ حَدِيثَ عليٍّ: «المسلمونَ تَتَكَافَأ» فِي «كتاب الْقصاص»
وَذَكَرَ حَدِيثَ عليٍّ: «المسلمونَ تَتَكَافَأ» فِي «كتاب الْقصاص»
