মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৮২
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নিরাপত্তা (আশ্রয়) প্রদান
৩৯৮২। হযরত নোআইম ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, একবার (নবুওতের মিথ্যা দাবীদার) মুসাইলামার নিকট হইতে দুই ব্যক্তি দূত হিসাবে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিল। তখন হুযূর (ﷺ) তাহাদিগকে বলিলেনঃ তোমরা জানিয়া রাখ, যদি দূতকে হত্যা করা নিষিদ্ধ না হইত, তাহা হইলে এখনই আমি তোমাদের উভয়ের গর্দান মারিয়া দিতাম। –আহমদ ও আবু দাউদ
وَعَنْ نُعَيْمِ بْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلَيْنِ جَاءَا مِنْ عِنْدِ مُسَيْلِمَةَ: «أَمَّا وَاللَّهِ لَوْلَا أَنَّ الرُّسُلَ لَا تُقْتَلُ لَضَرَبْتُ أَعْنَاقَكُمَا» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯৮২ | মুসলিম বাংলা