মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৮১
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নিরাপত্তা (আশ্রয়) প্রদান
৩৯৮১। হযরত আবু রাফে' (রাঃ) বলেন, একদা (কোন এক কাজে) কুরাইশরা আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে পাঠাইয়াছিল। আমি প্রথম দৃষ্টিতে রাসুলুল্লাহ্ (ﷺ)কে দেখিতেই ইসলামের সত্যতা ও মহত্ত্ব আমার অন্তরের মধ্যে গাঁথিয়া গেল। সুতরাং আমি আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর কসম ! আমি আর তাহাদের (কুরাইশদের) কাছে কখনো ফিরিয়া যাইব না। তখন হুযূর (ﷺ) বলিলেনঃ আমি চুক্তি ভঙ্গ করিতে চাই না এবং কোন দূতকেও আটক করি না। তবে তুমি এখন চলিয়া যাও। তোমার অন্তরের মধ্যে বর্তমানে যাহাকিছু আছে, (অর্থাৎ, ইসলাম কবুল করার তীব্র আকাঙ্ক্ষা) যদি ইহা অবিকল স্থির ও বহাল থাকে, তাহা হইলে আবার ফিরিয়া আসিবে। আবু রাফে' বলেন, আমি চলিয়া গেলাম, পরে নবী (ﷺ)-এর খেদমতে হাযির হইয়া ইসলাম প্রকাশ করিলাম। – আবু দাউদ
وَعَن أبي رافعٍ قَالَ: بعثَني قُرَيْشٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُلْقِيَ فِي قَلْبِيَ الْإِسْلَامُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي وَاللَّهِ لَا أَرْجِعُ إِلَيْهِمْ أَبَدًا قَالَ: «إِنِّي لَا أَخِيسُ بِالْعَهْدِ وَلَا أَحْبِسُ الْبُرُدَ وَلَكِنِ ارْجِعْ فَإِنْ كَانَ فِي نَفْسِكَ الَّذِي فِي نَفْسِكَ الْآنَ فَارْجِعْ» . قَالَ: فَذَهَبْتُ ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم فَأسْلمت. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

সম্ভবত বদরের যুদ্ধের আগেই হযরত আবু রাফে' হুযূর (ﷺ)-এর নিকট কুরাইশদের পক্ষ হইতে আসিয়াছিলেন। কেননা, তিনি বদরের যুদ্ধের পূর্বেই ইসলাম গ্রহণ করিয়াছেন। আবু রাফে' ছিলেন কিন্তী বংশীয় ক্রীতদাস। হযরত আব্বাস (রাঃ) তাহাকে দাসত্ব হইতে মুক্ত করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯৮১ | মুসলিম বাংলা