মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৮০
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নিরাপত্তা (আশ্রয়) প্রদান
৩৯৮০। সুলায়ম ইবনে আমের (রাঃ) বলেন, হযরত মুআবিয়া (রাঃ) ও রোমীয়দের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হইয়াছিল। (কিন্তু উক্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই) মুআবিয়া (রাঃ) তাহাদের দেশের দিকে অগ্রসর হইতে লাগিলেন। যাহাতে চুক্তির মেয়াদ শেষ হইতেই যেন অতর্কিতে রোমীয়দের উপর আক্রমণ চালাইতে পারেন। ঠিক সেই সময় আরবী অথবা তুর্কী ঘোড়ার উপর সওয়ার হইয়া এক ব্যক্তি এই কথা বলিতে বলিতে আসিলেন, “আল্লাহু আকবর, আল্লাহু আকবর! চুক্তি পালন করিতে হইবে, বিশ্বাসঘাতকতা করা যাইবে না।” লোকেরা তাকাইয়া দেখিল, ইনি ছিলেন (রাসূলুল্লাহ্ [ﷺ]-এর সাহাবী) আমর ইবনে আবাসা। অতঃপর হযরত মুআবিয়া (রাঃ) তাঁহাকে এই সমস্ত কথাগুলি বলার কারণ জিজ্ঞাসা করিলেন, উত্তরে তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে চুক্তিতে আব্দ্ধ হয়, তাহার উচিত সে যেন উহা ভঙ্গ না করে এবং উহাকে শক্তও না করে, যেই পর্যন্ত না চুক্তির মেয়াদ শেষ হয়। অথবা প্রতিপক্ষকে স্পষ্টভাবে চুক্তি ভঙ্গের সংবাদ জানাইয়া না দেয়। (অর্থাৎ, প্রতিপক্ষকে প্রকাশ্যে জানাইয়া দিবে যে, আমাদের মধ্যে যেই চুক্তি হইয়াছিল এখন হইতে আর উহা অবশিষ্ট রহিল না।) বর্ণনাকারী বলেন, (হযরত আমর ইবনে আবাসার এই কথা শুনিয়া) হযরত মুআবিয়া (রাঃ) নিজের লোকজনকে লইয়া ফিরিয়া আসিলেন।—তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ قَالَ: كَانَ بَيْنَ مُعَاوِيَةَ وَبَيْنَ الرُّومِ عَهْدٌ وَكَانَ يَسِيرُ نَحْوَ بِلَادِهِمْ حَتَّى إِذَا انْقَضَى الْعَهْدُ أَغَارَ عَلَيْهِمْ فَجَاءَ رَجُلٌ عَلَى فَرَسٍ أَوْ بِرْذَوْنٍ وَهُوَ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَفَاءٌ لَا غدر فَنظر فَإِذا هُوَ عَمْرو ابْن عَبَسَةَ فَسَأَلَهُ مُعَاوِيَةُ عَنْ ذَلِكَ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول: «مَنْ كَانَ بَيْنَهُ وَبَيْنَ قَوْمٍ عَهْدٌ فَلَا يَحُلَّنَّ عَهْدًا وَلَا يَشُدَّنَّهُ حَتَّى يُمْضِيَ أَمَدَهُ أَوْ يَنْبِذَ إِلَيْهِمْ عَلَى سَوَاءٍ» . قَالَ: فَرَجَعَ مُعَاوِيَة بِالنَّاسِ. رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
চুক্তিকে শক্তও না করে—এই বাক্যের অর্থ হইল, উহার মধ্যে কিঞ্চিৎ পরিমাণও রদবদল বা পরিবর্তন করিবে না। আর সন্ধিবদ্ধ অবস্থায় সীমান্তে সৈন্য সমাবেশ করা কিংবা যুদ্ধের তৎপরতা চালানও চুক্তি ভঙ্গের শামিল।
