মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৭৪
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধবন্দীদের বিধিমালা
৩৯৭৪। হযরত আতিয়্যাতুল কুরাযী (রাঃ) বলেন, আমিও বনী কুরাইযার বন্দীদের মধ্যে ছিলাম। আমাদিগকে নবী (ﷺ)-এর সম্মুখে উপস্থিত করা হয়। তখন সাহাবায়ে কেরাম (কয়েদীরা বালেগ হইয়াছে কিনা তাহা পরীক্ষার জন্য বন্দীদের সতর খুলিয়া গুপ্তাঙ্গের পশম) দেখিতেন। সুতরাং যাহার উক্ত পশম গজাইত তাহাকে হত্যা করিতেন। আর যাহার তাহা গজাইত না তাহাকে কতল করিতেন না। এই নিয়মের প্রেক্ষিতে তাহারা আমার সতর খুলিয়া দেখিলেন যে, আমার গুপ্তাঙ্গের পশম গজায় নাই। ফলে আমাকে কতল না করিয়া কয়েদীদের অন্তর্ভুক্ত করিলেন। —আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী
عَن عَطِيَّة القَرظِي قَالَ: كنتُ فِي سَبي قُرَيْظَةَ عُرِضْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانُوا يَنْظُرُونَ فَمَنْ أَنْبَتَ الشَّعَرَ قُتِلَ وَمَنْ لَمْ يُنْبِتْ لَمْ يُقْتَلْ فَكَشَفُوا عَانَتِي فَوَجَدُوهَا لَمْ تُنْبِتْ فَجَعَلُونِي فِي السَّبْيِ. رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه. والدارمي
হাদীসের ব্যাখ্যা:
সতর খোলা যদিও নিষিদ্ধ, তবুও এইখানে প্রয়োজন ছিল। কেননা, কোন ব্যক্তির বালেগ হওয়া না হওয়ার চিহ্ন কয়েকটি হইতে পারে। যেমন, বালেগ হওয়ার বয়স পনের বৎসর হওয়া অথবা স্বপ্নদোষ হওয়া, কিংবা গুপ্ত স্থানে লোম গজান। কিন্তু কয়েদীদিগকে জিজ্ঞাসা করা হইলে তাহারা যে সত্য কথা বলিবে না, তাহা সর্ববিদিত। কেননা, সত্য কথা বলিলে উহার পরিণামে রহিয়াছে কতল, কাজেই সাহাবাগণ বাধ্য হইয়া তাহাদের তৃতীয় চিহ্নটি নিরূপণ করিতেন।
