মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৭৩
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধবন্দীদের বিধিমালা
৩৯৭৩। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, (বদরের যুদ্ধের পর) রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হযরত জিবরাঈল (আঃ) আসিয়া আমাকে বলিলেন, আপনি আপনার সঙ্গীদিগকে বদরের কয়েদীদের ব্যাপারে এই ইখতিয়ার দিয়া দেন, তাহারা এই সমস্ত কয়েদীদিগকে হত্যা করিতে চাহিলে করিতে পারিবে; আর যদি ধন-সম্পদের বিনিময়ে তাহাদিগকে ছাড়িয়া দিতে চায় তাহাও করিতে পারিবে। কিন্তু আগামী বৎসর কাফেরদের সংখ্যা পরিমাণ তাহাদের মধ্যে কতল হইবে। সাহাবাগণ বলিলেন, মুক্তিপণ লইয়া ছাড়িয়া দেওয়া এবং নিজেদের মধ্যে তাহাদের পরিমাণ শহীদ হওয়াই আমরা গ্রহণ করিলাম। – তিরমিযী, ইমাম তিরমিযী বলেন, এই হাদীসটি গরীব।
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ جِبْرِيلَ هَبَطَ عَلَيْهِ فَقَالَ لَهُ: خَيِّرْهُمْ يَعْنِي أَصْحَابَكَ فِي أُسارى بدر: القتلَ والفداءَ عَلَى أَنْ يُقْتَلَ مِنْهُمْ قَابِلًا مِثْلُهُمْ قَالُوا الْفِدَاءَ وَيُقْتَلَ مِنَّا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

সাহাবায়ে কেরামগণ মাল লইয়া কয়েদীদিগকে মুক্তি দিতে রাযী হওয়ার কারণ ছিল দুইটি। একটি হইল, আপন আত্মীয়-স্বজনদের প্রতি দয়া-অনুগ্রহ প্রকাশে তাহাদের জান বাঁচাইয়া দেওয়া। আর অপরটি হইল, তাহাদের শাহাদত লাভ করার তীব্র আকাঙ্খা, ফলে তাহাই ঘটিয়াছে। অর্থাৎ, পরের বৎসর ওহুদের যুদ্ধে সত্তরজন মুসলমান শহীদ হইয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯৭৩ | মুসলিম বাংলা