মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৬৯
৫. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবন্দীদের বিধিমালা
৩৯৬৯। হযরত ইমরান ইবনে হুসাইন (রাঃ) বলেন, বনী সাকীফ ছিল বনী উকাইলের মিত্র সম্প্রদায়। একবার বনী সাকীফ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের দুই ব্যক্তিকে বন্দী করিল। পরে রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা বনী উকাইলের এক ব্যক্তিকে বন্দী করিলেন এবং তাহাকে বাধিয়া মদীনার হাররা মাঠে ফেলিয়া রাখিলেন। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট দিয়া যাইতেছিলেন, সে তাহাকে ডাক দিল, “ইয়া মুহাম্মাদ। ইয়া মুহাম্মাদ! কোন্ অপরাধে আমাকে গ্রেফতার করা হইয়াছে ? ” হুযুর (ছাঃ) বলিলেন: তোমাদের মিত্র কওম সাকীফ গোত্রের অপরাধে। অতঃপর হুযূর (ছাঃ) তাহাকে ঐ অবস্থায় রাখিয়া সম্মুখে অগ্রসর হইলেন। লোকটি আবারও ইয়া মুহাম্মাদ। ইয়া মুহাম্মাদ। বলিয়া তাহাকে আহ্বান করিল। তখন হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রতি দয়াপরবশ হইয়া ফিরিয়া আসিয়া বলিলেন, তোমার কি হইয়াছে? লোকটি বলিল, আমি ইসলাম গ্রহণ করিয়াছি। তখন তিনি বলিলেন, যদি তুমি এই বাক্যটি তখন বলিতে, যখন তুমি তোমার নিজের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন ছিলে, তখন তুমি পূর্ণ সফলতা লাভ করিতে। বর্ণনাকারী বলেন, অতঃপর রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে সেই দুইজন মুসলিম বন্দীর বিনিময়ে ছাড়িয়া দিলেন যাহাদিগকে বনু সাকীফ কয়েদ করিয়াছিল। মুসলিম
وَعَن عمرَان بن حُصَيْن قَالَ: كَانَت ثَقِيفٌ حَلِيفًا لِبَنِي عُقَيْلٍ فَأَسَرَتْ ثَقِيفٌ رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَسَرَ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ بَنِي عُقَيْلٍ فَأَوْثَقُوهُ فَطَرَحُوهُ فِي الْحَرَّةِ فَمَرَّ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَادَاهُ: يَا مُحَمَّدُ يَا مُحَمَّدُ فِيمَ أُخِذْتُ؟ قَالَ: «بِجَرِيرَةِ حُلَفَائِكُمْ ثَقِيفٍ» فَتَرَكَهُ وَمَضَى فَنَادَاهُ: يَا مُحَمَّدُ يَا مُحَمَّدُ فَرَحِمَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم فرجعَ فَقَالَ: «مَا شَأْنُكَ؟» قَالَ: إِنِّي مُسْلِمٌ. فَقَالَ: «لَوْ قُلْتَهَا وَأَنْتَ تَمْلِكُ أَمْرَكَ أَفْلَحْتَ كُلَّ الْفَلَاحِ» . قَالَ: فَفَدَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بالرجلينِ اللَّذينِ أسرَتْهُما ثقيفٌ. رَوَاهُ مُسلم
