মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৬৮
৫. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবন্দীদের বিধিমালা
৩৯৬৮। মারওয়ান (ইবনে হাকাম) ও মিসওয়ার ইবনে মাখরামা (রাঃ) হইতে বর্ণিত, যখন হাওয়াযিন গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করিবার পর তাহাদের প্রতিনিধিদল রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া তাহাদের মাল-সম্পদ ও বন্দীদেরকে ফেরত দিবার জন্য আবেদন জানাইল, তখন তিনি তাহাদিগকে বলিলেন : বন্দী অথবা সম্পদ এই দুইটির যে কোন একটি তোমরা গ্রহণ করিতে পার। তখন তাহারা বলিল, আমরা আমাদের বন্দীদিগকে ফিরাইয়া পাইতে চাই। অতঃপর রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে (তাহার বক্তব্য পেশ করিবার জন্য) দাড়াইলেন এবং যথাযোগ্যভাবে আল্লাহর প্রশংসা বর্ণনা করিবার পর বলিলেন, তোমাদের এই সমস্ত ভাইয়েরা (হাওয়াযিনবাসীরা কুফরী হইতে) তওবা করিয়া আমাদের নিকট আগমন করিয়াছে। আর আমি তাহাদের বন্দীদিগকে ফেরত দেওয়া সমীচীন মনে করিয়াছি, সুতরাং তোমাদের মধ্যে যাহারা খুশীর সহিত ফেরত দিতে প্রস্তুত, তাহারা যেন ফেরত দিয়া দেয়। আর তোমাদের মধ্য হইতে যাহারা নিজের অংশ সংরক্ষণ করিতে চায়, তাহারা যেন এই ওয়াদার উপর ফেরত দিয়া দেয় যে, ইহার পরে আল্লাহ্ আমাকে যে মাল ফলস্বরূপ সর্বপ্রথম দান করিবেন, উহা হইতে আমি তোমাদিগকে দিয়া দিব। এই কথা শুনিয়া সকলে সমস্বরে বলিয়া উঠিল, ইয়া রাসূলাল্লাহ্! আমরা সন্তুষ্টচিত্তে (অর্থাৎ, কোন বিনিময় ছাড়াই) তাহাদিগকে মুক্তি (ফেরত দেওয়া পছন্দ করিলাম। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের মধ্যে কে অনুমতি দিল আর কে দিল না, তাহা যেহেতু আমি জানিতে পারিলাম না, সেহেতু তোমরা ফিরিয়া যাও এবং তোমাদের সরদারগণ যেন তোমাদের মতামত আমার নিকট পৌঁছাইয়া দেয়। অতঃপর লোকেরা (নিজ নিজ তাবুতে) চলিয়া গেল এবং নেতাগণ তাহাদের সহিত আলোচনা করিয়া পুনরায় রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরিয়া আসিয়া জানাইলেন যে, তাহারা সন্তুষ্টচিত্তে রাযী হইয়াছে এবং অনুমতি দান করিয়াছে। —বুখারী
وَعَنْ مَرْوَانَ وَالْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ حِينَ جَاءَهُ وَفد من هَوَازِنَ مُسْلِمِينَ فَسَأَلُوهُ أَنْ يَرُدَّ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَسَبْيَهُمْ فَقَالَ: فَاخْتَارُوا إِحْدَى الطَّائِفَتَيْنِ: إِمَّا السَّبْيَ وَإِمَّا الْمَالَ . قَالُوا: فَإِنَّا نَخْتَارُ سَبْيَنَا. فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ: «أمَّا بعدُ فإِنَّ إِخْوانَكم قدْ جاؤوا تَائِبِينَ وَإِنِّي قَدْ رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ ذَلِكَ فَلْيَفْعَلْ وَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَكُونَ عَلَى حظِّه حَتَّى نُعطِيَه إِيَّاهُ منْ أوَّلِ مَا يَفِيءُ اللَّهُ عَلَيْنَا فَلْيَفْعَلْ» فَقَالَ النَّاسُ: قَدْ طَيَّبْنَا ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّا لَا نَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ مِمَّنْ لَمْ يَأْذَنْ فَارْجِعُوا حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ» . فَرَجَعَ النَّاسُ فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ ثُمَّ رَجَعُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرُوهُ أَنَّهُمْ قد طيَّبوا وأَذنوا. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
ইতিহাস সূত্রে জানা যায় যে, হাওয়াযিন গোত্রের প্রায় সাত শত লোক মুসলমানদের হাতে বন্দী হইয়াছিল।
