মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৭০
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধবন্দীদের বিধিমালা
৩৯৭০। হযরত আয়েশা (রাঃ) বলেন, (বদরের যুদ্ধের পরে) যখন মক্কার কাফেরগণ তাহাদের বন্দীদের মুক্তির জন্য মুক্তিপণ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে পাঠাইল, তখন (হুযূর [ছাঃ]-এর কন্যা) হযরত যয়নব (রাঃ) তাঁহার স্বামী আবুল আসের মুক্তির জন্যও কিছু মাল পাঠাইলেন। তন্মধ্যে ঐ হারখানাও ছিল যাহা হযরত খাদীজার কাছে ছিল, পরে হযরত খাদীজা (রাঃ) উহা আবুল আসের সহিত যয়নবের বিবাহের সময় দিয়াছিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) হারখানা দেখিয়া (অতীত স্মৃতি স্মরণে) অত্যন্ত বিহ্বল হইয়া পড়িলেন। অতঃপর হুযূর (ﷺ) সাহাবাদিগকে বলিলেনঃ যদি তোমরা সমীচীন মনে কর, তাহা হইলে যয়নবের কয়েদী (আবুল আস)-কে ছাড়িয়া দাও এবং যয়নব যে সমস্ত মাল সম্পদ পাঠাইয়াছে, উহা তাহাকে ফেরত দিয়া দাও। সাহাবারা বলিলেন, হ্যাঁ (আমরা সকলেই ইহাতে সম্মত আছি। সুতরাং মাল ব্যতিরেকেই আবুল আসকে মুক্ত করিয়া দেওয়া হইল)। অবশ্য নবী (ﷺ) তাহার নিকট হইতে এই অঙ্গীকার লইয়াছিলেন যে, সে যেন যয়নবকে মদীনায় তাঁহার নিকট আসার পথে বাধা না দেয়। আর রাসূলুল্লাহ্ (ﷺ) যায়দ ইবনে হারেসা ও একজন আনসারীকে মক্কায় পাঠাইয়াছিলেন এবং তাঁহাদের উভয়কে বলিয়া দিলেন, তোমরা মক্কার অনতিদূরে (প্রায় আট মাইল দূরে) ইয়াজিজ উপত্যকা নামক স্থানে অবস্থান করিবে। যয়নব সেই পর্যন্ত আসিয়া পৌঁছিলে তোমরা উভয়েই তাহার সঙ্গী হইবে এবং তাহাকে মদীনায় লইয়া আসিবে। – আহমদ ও আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: لَمَّا بَعَثَ أَهْلُ مَكَّةَ فِي فِدَاءِ أُسَرَائِهِمْ بَعَثَتْ زَيْنَبُ فِي فِدَاءِ أَبِي الْعَاصِ بِمَالٍ وَبَعَثَتْ فِيهِ بِقِلَادَةٍ لَهَا كَانَتْ عِنْدَ خَدِيجَةَ أَدْخَلَتْهَا بِهَا عَلَى أَبِي الْعَاصِ فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقَّ لَهَا رِقَّةً شَدِيدَةً وَقَالَ: «إِنْ رَأَيْتُمْ أَنْ تُطْلِقُوا لَهَا أَسِيرَهَا وَتَرُدُّوا عَلَيْهَا الَّذِي لَهَا» فَقَالُوا: نَعَمْ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ عَلَيْهِ أَنْ يُخَلِّيَ سَبِيلَ زَيْنَبَ إِلَيْهِ وَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْدَ بْنَ حَارِثَةَ وَرَجُلًا مِنَ الْأَنْصَارِ فَقَالَ: «كونا ببطنِ يأحج حَتَّى تَمُرَّ بِكُمَا زَيْنَبُ فَتَصْحَبَاهَا حَتَّى تَأْتِيَا بهَا» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

হুযুরের সহিত কৃত ওয়াদা অনুযায়ী আবুল আস হযরত যয়নবকে নির্দিষ্ট স্থানে পৌঁছাইয়া দেন এবং যায়দ ও তাঁহার সঙ্গী তাহাকে মদীনা শরীফে নিয়া আসেন। কিছুদিন পর আবুল আস ইসলাম গ্রহণ করিয়া মদীনায় হিজরত করিলেন এবং প্রথম বিবাহের দরুন হুযূর (ﷺ) যয়নবকে পুনরায় তাহার কাছে সোপর্দ করিলেন। এই যয়নবের গর্ভে আলী ও উমামাহ্ নামে একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্মলাভ করে। আলী শিশুকালেই মারা যায়। হযরত ফাতিমার ওফাতের পর হযরত আলী (রাঃ) হুযূরের নাতিন উমামাহকে বিবাহ করেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯৭০ | মুসলিম বাংলা