মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৬৩
৫. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবন্দীদের বিধিমালা
৩৯৬৩। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, যখন হযরত সা'দ ইবনে মুআযের ফয়সালা মানিয়া নেওয়ার শর্তে (ইয়াহুদী) বনী কুরায়যা গোত্র দুর্গ-দ্বার খুলিয়া বাহিরে আসিল, তখন রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সা'দ ইবনে মুআযকে আনিবার জন্য) লোক প্রেরণ করিলেন, অতঃপর তিনি একটি গাধার পৃষ্ঠে সওয়ার হইয়া আসিলেন।যখন তিনি কাছাকাছি আসিয়া পৌঁছিলেন, তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদিগকে বলিলেন: তোমাদের নেতার দিকে দাড়াইয়া যাও। অতঃপর হযরত সা'দ আসিয়া বসিলেন। ইহার পর রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (হযরত সা'দকে লক্ষ্য করিয়া) বলিলেন, ইহারা তোমার ফয়সালা মানিয়া নেওয়ার শর্তে দুর্গ খুলিয়া বাহির হইয়া আসিয়াছে। তখন হযরত সা'দ বলিলেন, তাহাদের ব্যাপারে আমার বিচার হইল এই যুদ্ধ করিতে সক্ষমদিগকে কতল করা হউক এবং অপ্রাপ্ত বয়স্ক ও মহিলাদিগকে বন্দী করা হউক। (এই রায় শুনিয়া) হুযুর (ছাঃ) বলিলেন, তাহাদের ব্যাপারে তুমি বাদশাহর (আল্লাহর) ফয়সালার মোতাবেক বিচার করিলে। অন্য আরেক রেওয়ায়তে বর্ণিত হইয়াছে, তুমি আল্লাহর হুকুম মোতাবেকই রায় প্রদান করিলে। মোত্তাঃ
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: لَمَّا نَزَلَتْ بَنُو قُرَيْظَةَ عَلَى حُكْمِ سَعْدِ بْنِ مُعَاذٍ بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِليه فَجَاءَ عَلَى حِمَارٍ فَلَمَّا دَنَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُومُوا إِلَى سَيِّدِكُمْ» فَجَاءَ فَجَلَسَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَؤُلَاءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ» . قَالَ: فَإِنِّي أَحْكُمُ أَنْ تَقْتُلَ الْمُقَاتِلَةُ وَأَنْ تُسْبَى الذُّرِّيَّةُ. قَالَ: «لَقَدْ حَكَمْتَ فِيهِمْ بحُكْمِ المَلِكِ» . وَفِي رِوَايَة: «بِحكم الله»

হাদীসের ব্যাখ্যা:

قوموا إلى سيدكم শব্দ দ্বারা এই কথা সুস্পষ্ট যে, এইখানে দাঁড়ানো মানে জাহেলী যুগে কাহারো সম্মানার্থে যেইভাবে দাঁড়ানো হইত কিংবা হাদীসে যেই ধরনের দাড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হইয়াছে সেই ধরনের দাঁড়ানো নহে। কেননা, তাহা হইলে বলা হইত قوموا لسيدكم অর্থাৎ, إلى -এর স্থলে ل বলা হইত। আসলে প্রকৃত ব্যাপার হইল, হযরত সা'দ (রাঃ) ছিলেন অসুস্থ। তিনি খন্দকের সময় তীরবিদ্ধ হইয়াছিলেন। তাই তাঁহাকে সওয়ারী হইতে অবতরণ করিতে সাহায্য করিবার জন্য হুযুর লোকদেরে দাঁড়াইতে আদেশ করিয়াছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান