মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৬২
৫. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবন্দীদের বিধিমালা
৩৯৬২। হযরত সালামা ইবনে আকওয়া (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাওয়াযিন গোত্রের মোকাবিলায় যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলাম। তখন একদিন আমরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসিয়া দ্বিপ্রহরের খানা খাইতেছিলাম। এমন সময় হঠাৎ একজন (অপরিচিত) লোক একটি লাল বর্ণের উটে সওয়ার হইয়া সেইখানে আসিল এবং উটটিকে একস্থানে বসাইয়া (এদিক ওদিক) দেখিতে লাগিল। আমাদের মধ্যে অনেকেই ছিল দুর্বল এবং আমাদের সওয়ারী ছিল কম, আবার কেহ কেহ ছিল পদাতিক। অতঃপর ঐ লোকটি ত্রস্তপদে নিজ উটের কাছে আসিল এবং সওয়ার হইয়া দ্রুত বেগে উটটিকে হাকাইয়া দৌড়াইতে লাগিল। (হযরত সালামা বলেন, তাহার এই অবস্থা দেখিয়া ) আমিও তৎক্ষণাৎ তাহার পিছনে ছুটিলাম, অবশেষে আমি তাহার উটের লাগাম ধরিয়া ফেলিলাম এবং উটটিকে বসাইয়া ফেলিলাম অতঃপর আমি আমার তলোয়ার বাহির করিয়া লোকটির শিরশ্ছেদ করিয়া ফেলিলাম। ইহার পর আমি তাহার উট এবং উটের উপরে যেইসব জিনিসপত্র ও অস্ত্রশস্ত্র ছিল সবকিছু লইয়া আসিলাম। পরে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য লোকজন আমার দিকে আগাইয়া আসিলেন। হুযুর (ছাঃ) জিজ্ঞাসা করিলেন, ঐ লোকটিকে কে হত্যা করিয়াছে? লোকেরা বলিল; ইবনে আকওয়া, তখন হুযুর (ছাঃ) বলিলেন, ঐ নিহত লোকটির নিকট হইতে ছিনাইয়া লওয়া সমুদয় মাল-আসবাব সে-ই পাইবে। মোত্তাঃ -
وَعَنْهُ قَالَ: غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَوَازِنَ فَبَيْنَا نَحْنُ نَتَضَحَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَ رَجُلٌ عَلَى جَمَلٍ أَحْمَرَ فَأَنَاخَهُ وَجَعَلَ يَنْظُرُ وَفِينَا ضَعْفَةٌ وَرِقَّةٌ مِنَ الظَّهْرِ وَبَعْضُنَا مُشَاةٌ إِذْ خَرَجَ يَشْتَدُّ فَأَتَى جَمَلَهُ فَأَثَارَهُ فَاشْتَدَّ بِهِ الْجَمَلُ فَخَرَجْتُ أَشْتَدُّ حَتَّى أَخَذْتُ بِخِطَامِ الْجَمَلِ فَأَنَخْتُهُ ثُمَّ اخْتَرَطْتُ سَيْفِي فَضَرَبْتُ رَأْسَ الرَّجُلِ ثُمَّ جِئْتُ بِالْجَمَلِ أَقُودُهُ وَعَلَيْهِ رَحْلُهُ وَسِلَاحُهُ فَاسْتَقْبَلَنِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ فَقَالَ: «مَنْ قَتَلَ الرَّجُلَ؟» قَالُوا: ابْنُ الْأَكْوَعِ فَقَالَ: «لَهُ سَلَبُهُ أَجْمَعُ»

হাদীসের ব্যাখ্যা:

সাহাবীদের মধ্যে হযরত সালামা ইবনে আওয়া ছিলেন পদব্ৰজে দৌড়ে অপ্রতি দ্বন্দ্বী। দ্রুতগামী উটের পিছনে পদব্রজে দৌড়াইয়া লোকটিকে হত্যা করিয়াছেন। تضحى দ্বিপ্রহরের খানা খাওয়া, যেমন বিকালের খানা খাওয়াকে تعشى এবং সকালের খানা খাওয়াকে اتغدى বলা হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯৬২ | মুসলিম বাংলা