মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৬১
৫. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবন্দীদের বিধিমালা
৩৯৬১। হযরত সালামা ইবনে আকওয়া (রাঃ) বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে ছিলেন। এমন সময় মুশরিকদের এক গুপ্তচর হুযূর (ছাঃ)-এর নিকটে আসিল এবং সাহাবীদের সহিত কিছুক্ষণ কথাবার্তা বলিয়া চলিয়া গেল। পরক্ষণে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন লোকটিকে খোঁজ কর এবং তাহাকে কতল করিয়া দাও। (হযরত সালামা [রাঃ]) বলেন, আমিই তাহাকে হত্যা করিলাম। অতঃপর হুযুর (ছাঃ) তাহার পরিত্যক্ত সামগ্রী আমাকে দান করিলেন। মোত্তাঃ
وَعَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ قَالَ أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَيْنٌ مِنَ الْمُشْرِكِينَ وَهُوَ فِي سَفَرٍ فَجَلَسَ عِنْدَ أَصْحَابِهِ يَتَحَدَّثُ ثُمَّ انْفَتَلَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اطْلُبُوهُ وَاقْتُلُوهُ» . فَقَتَلْتُهُ فنفَّلَني سلبَه
হাদীসের ব্যাখ্যা:
سلب অর্থ নিহত ব্যক্তি হইতে যাহাকিছু ছিনাইয়া লওয়া হয়। যেমন, কাপড়-চোপড়, যুদ্ধের হাতিয়ার, সওয়ারী ও সওয়ারীর জিন-গদী ইত্যাদি। نفلنى মানে হইল যুদ্ধলব্ধ মালের হিসসা বা অংশের বাহিরে অতিরিক্ত প্রদান করা। ইমাম বা নেতা ঐ নিহত ব্যক্তির উল্লিখিত আসবাবপত্র এককভাবে হত্যাকারীকে দিতে পারেন, অন্য কোন মুজাহিদ তাহাতে অংশ পাইবে না। রাষ্ট্রীয় বায়তুল মালের জন্য এক পঞ্চমাংশও লওয়া হইবে না এবং এই হত্যাকারী অন্যান্য লোকদের সাথে গনীমতের অংশও পাইবে।
