মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৬০
৫. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবন্দীদের বিধিমালা
৩৯৬০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন: আল্লাহ্ তা'আলা ঐ সমস্ত লোকদের অবস্থা দেখিয়া বিস্মিত হইবেন, যাহারা শৃংখলে আব্দ্ধ হইয়া জান্নাতে প্রবেশ করিবে। আর এক রেওয়ায়তে রহিয়াছে, যাহাদেরকে শৃংখলাবদ্ধ অবস্থায় বেহেশতের দিকে টানিয়া নিয়া যাওয়া হইবে। -বুখারী
بَابُ حُكْمِ الْاُسَرَاءِ: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَجِبَ اللَّهُ مِنْ قَوْمٍ يُدْخَلُونَ الْجَنَّةَ فِي السَّلَاسِلِ» . وَفِي رِوَايَةٍ: «يُقَادُونَ إِلى الجنَّةِ بالسلاسل» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
শৃংখলাবদ্ধ লোক মানে ঐসমস্ত কাফের কয়েদী, যাহাদিগকে মুসলমানেরা যুদ্ধের ময়দান হইতে বন্দী করিয়া লইয়া আসিয়াছিল, পরে তাহারা ইসলাম গ্রহণ করিয়াছে। অথবা সেই সমস্ত মুসলমান যাহাদিগকে কাফেররা বন্দী করিয়া লইয়া গিয়াছে। আর সেই অবস্থায় তাহারা মৃত্যুবরণ করিয়াছে কিংবা তাহাদিগকে হত্যা করা হইয়াছে। সুতরাং তাহারা অনুরূপ শৃংখলে আবদ্ধ অবস্থায় হাশরের ময়দানে উপস্থিত হইবে এবং সেই অবস্থায় জান্নাতেও প্রবেশ করিবে।
