মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৫৯
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৫৯। হযরত সওবান ইবনে ইয়াযীদ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) তায়েফবাসীদের উপর আক্রমণের জন্য মিনজানীক স্থাপন করেন। —তিরমিযী মুরসাল হিসাবে
كتاب الجهاد
الْفَصْل الثَّالِث
عَنْ ثَوْبَانَ بْنِ يَزِيدَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَصَبَ الْمَنْجَنِيقَ عَلَى أَهْلِ الطائفِ. رَوَاهُ التِّرْمِذِيّ مُرْسلا
হাদীসের ব্যাখ্যা:
আধুনিক কালের আবিষ্কার কামানের ন্যায় দূর হইতে পাথর ইত্যাদি নিক্ষেপ করার যন্ত্রকে মিনজানীক বলা হয়।