মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৫৭
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৫৭। হযরত আলী (রাঃ) বলেন, বদরের যুদ্ধের দিন ওতবা ইবনে রবীআ সম্মুখে অগ্রসর হইল, তাহার পশ্চাদানুসরণ করিল তাহার পুত্র (ওয়ালীদ) ও তাহার ভাই (শায়বাহ্)। অতঃপর সে ঘোষণা করিল, কে আমাদের মোকাবিলা করিবে ? এমন সময় আনসারদের কতেক নওজোয়ান তাহার আহবানে সাড়া দিয়া আগাইয়া আসিল। তখন ওতবা জিজ্ঞাসা করিল, তোমরা কে? যুবকেরা তাহাদের পরিচয় ব্যক্ত করিল। ওতবা বলিল, তোমাদের সাথে মোকাবিলা করা আমাদের প্রয়োজন নাই। আমরা তো আমাদের পিতৃব্য পুত্রদেরে চাই। (এই কথা শুনিয়া) রাসূলুল্লাহ (ﷺ) বলিলেন, হে হামযা ! তুমি যাও, হে আলী! তুমিও যাও, হে উবায়দাহ ইবনে হারেস! তুমিও যাও। অতঃপর হযরত হামযা (রাঃ) ওতবার দিকে অগ্রসর হইলেন (এবং তাহাকে হত্যা করিলেন।) আর আমি শায়বার দিকে অগ্রসর হইলাম (এবং তাহাকে হত্যা করিলাম।) আর উবায়দাহ্ ও ওয়ালীদের মধ্যে উভয় পক্ষ হইতে আক্রমণ চলিল, ফলে তাহারা উভয়েই একে অন্যকে মারাত্মকভাবে আহত করিল। (হযরত আলী [রাঃ] বলেন, এই অবস্থা দেখিয়া) আমরা তৎক্ষণাৎ ওয়ালীদের উপর আক্রমণ করিয়া তাহাকেও হত্যা করিলাম এবং উবায়দাকে উঠাইয়া নিয়া আসিলাম। – আহমদ ও আবু দাউদ
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: لَمَّا كَانَ يَوْمُ بَدْرٍ تَقَدَّمَ عُتْبَةُ بْنُ رَبِيعَةَ وَتَبِعَهُ ابْنُهُ وَأَخُوهُ فَنَادَى: مَنْ يُبَارِزُ؟ فَانْتُدِبَ لَهُ شبابٌ مِنَ الْأَنْصَارِ فَقَالَ: مَنْ أَنْتُمْ؟ فَأَخْبَرُوهُ فَقَالَ: لَا حَاجَةَ لَنَا فِيكُمْ إِنَّمَا أَرَدْنَا بَنِي عَمِّنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُمْ يَا حَمْزَةُ قُمْ يَا عَلِيُّ قُمْ يَا عُبَيْدَةُ بْنَ الْحَارِثِ» . فَأَقْبَلَ حَمْزَةُ إِلى عتبةَ وَأَقْبَلْتُ إِلَى شَيْبَةَ وَاخْتَلَفَ بَيْنَ عُبَيْدَةَ وَالْوَلِيدِ ضَرْبَتَانِ فَأَثْخَنَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا صَاحِبَهُ ثُمَّ مِلْنَا عَلَى الْوَلِيدِ فَقَتَلْنَاهُ وَاحْتَمَلْنَا عُبَيْدَةَ. رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
