মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৫৬
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৫৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) (মুজাহেদীনদিগকে অভিযানে প্রেরণ করিবার সময়) বলিলেনঃ আল্লাহর নামে, আল্লাহর সাহায্যে তাঁহার রাসূলের দ্বীনের উপর তোমরা রওয়ানা হও। (সাবধান!) অতি বৃদ্ধ, ছোট শিশু এবং কোন মহিলাকে হত্যা করিও না। গনীমতের মালে খেয়ানত করিও না এবং সমস্ত যুদ্ধলব্ধ মাল সম্পদকে একত্রে জমা করিবে, পরস্পর মিলিয়া মিশিয়া থাকিবে এবং সদ্ব্যবহার করিবে। কেননা, আল্লাহ্ তা'আলা সদ্ব্যবহারকারীদিগকে ভালবাসেন। –আবু দাউদ
وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «انْطَلِقُوا بِاسْمِ اللَّهِ وَبِاللَّهِ وعَلى ملِّة رسولِ الله لَا تقْتُلوا شَيْخًا فَانِيًا وَلَا طِفْلًا صَغِيرًا وَلَا امْرَأَةً وَلَا تَغُلُّوا وَضُمُّوا غَنَائِمَكُمْ وَأَصْلِحُوا وَأَحْسِنُوا فَإِنَّ اللَّهَ يحبُّ المحسنينَ» . رَوَاهُ أَبُو دَاوُد
