মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৫৫
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৫৫। হযরত রাবাহ্ ইবনে রবী' (রাঃ) বলেন, কোন এক যুদ্ধে আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। এই সময় তিনি দেখিতে পাইলেন, কোন এক ব্যাপারে লোকেরা জড়ো হইয়াছে। তিনি এক ব্যক্তিকে পাঠাইলেন এবং বলিলেনঃ দেখ তো কি কারণে উহারা জড়ো হইয়াছে? লোকটি আসিয়া বলিল; একজন মহিলা লাশের কাছে (ঐসমস্ত লোকেরা একত্রিত হইয়াছে। এই কথা শুনিয়া) হুযূর (ﷺ) বলিলেনঃ এই মহিলাটি তো যুদ্ধে অংশগ্রহণ করে নাই, (তবুও তাহাকে কেন হত্যা করা হইল ?) এই সেনাদলের অগ্রভাগে অধিনায়ক ছিলেন হযরত খালেদ ইবনে ওয়ালীদ (রাঃ)। অতঃপর তিনি এক ব্যক্তিকে এই বলিয়া পাঠাইলেন, যাও খালেদকে বলিয়া দাও; কোন মহিলা এবং কোন খাদেমকে (চাকর বাকর) যেন কতল না করা হয়। –আবু দাউদ
وَعَن رَبَاح بن الرَّبيعِ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غزوةٍ فَرَأى الناسَ مجتمعينَ عَلَى شَيْءٍ فَبَعَثَ رَجُلًا فَقَالَ: «انْظُرُوا عَلَى من اجْتمع هَؤُلَاءِ؟» فَقَالَ: عَلَى امْرَأَةٍ قَتِيلٍ فَقَالَ: «مَا كَانَتْ هَذِهِ لِتُقَاتِلَ» وَعَلَى الْمُقَدِّمَةِ خَالِدُ بْنُ الْوَلِيدِ فَبَعَثَ رَجُلًا فَقَالَ: قُلْ لِخَالِدٍ: لَا تَقْتُلِ امْرَأَة وَلَا عسيفا . رَوَاهُ أَبُو دَاوُد
