মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৫২
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৫২। হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যুদ্ধের ময়দানে মুশরিকদের বয়স্কদিগকে হত্যা কর, আর তাহাদের অপ্রাপ্ত বয়স্কদিগকে জীবিত রাখ। —তিরমিযী ও আবু দাউদ
وَعَن سَمُرَة بن جُنْدُبٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اقْتُلُوا شُيُوخَ الْمُشْرِكِينَ وَاسْتَحْيُوا شَرْخَهُمْ» أَيْ صِبْيَانَهُمْ. رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
আমরা পূর্বেই এক হাদীসের ব্যাখ্যায় বলিয়াছি, অতি বৃদ্ধদিগকে হত্যা করা নিষেধ, তবে যদি সে যুদ্ধ পরিচালনা করে কিংবা সাহায্য ও পরামর্শ দেয়, তবে তাহাকেও হত্যা করা জায়েয। শিশু বালকদিগকে জীবিত রাখার বেলায় তাহাদিগকে গোলাম ও খাদেমে পরিণত করাও অন্তর্ভুক্ত।
