মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৫৩
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৫৩। ওরওয়া (রহঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত উসামা ইবনে যায়দ (রাঃ) আমাকে বলিয়াছেন, রাসূলুল্লাহ (ﷺ) তাহাকে গুরুত্ব সহকারে নির্দেশ দিলেন, উবনা নামক বস্তির উপর ভোর বেলায় অতর্কিতে আক্রমণ কর এবং (তাহাদের ঘর বাড়ী ও বাগ-বাগিচা) জ্বালাইয়া দাও। –আবু দাউদ
وَعَن عُروَةَ قَالَ: حدَّثني أسامةُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عَهِدَ إِلَيْهِ قَالَ: «أَغِرْ عَلَى أُبْنَى صباحا وَحرق» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

উবনা হইল ফিলিস্তীনের অন্তর্গত আসকালান ও রিমলার মধ্যবর্তী একটি জায়গার নাম। আর ভোর বেলায় মানে হইল যখন তাহারা অসতর্ক ও গাফেল থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান