মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৫১
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৫১। হযরত কায়স ইবনে উবাদাহ্ (রাঃ) বলেন, নবী (ﷺ)-এর সাহাবীগণ লড়াইয়ের সময় (আল্লাহর যিকর ব্যতীত) হৈ হুল্লোড় (ও চেঁচামেচি) করাকে খুবই অপছন্দ করিতেন। – আবু দাউদ
وَعَن قيسِ بنِ عُبادٍ قَالَ: كَانَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُونَ الصَّوْتَ عِنْدَ الْقِتَالِ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
মূলত আল্লাহর যিকর এবং তাকবীর ধ্বনিই শত্রুর মনে ভীতি সঞ্চার করে এবং মুজাহেদীনের মনোবল বৃদ্ধি করে।
