মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৫০
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৫০। হযরত সালামা ইবনে আকওয়া (রাঃ) বলেন, একবার আমরা নবী (ﷺ)-এর সময় হযরত আবু বকর (রাঃ)-এর সঙ্গে এক অভিযানে গেলাম। অতঃপর আমরা রাত্রের বেলায়ই তাহাদের (শত্রুদের) উপর আক্রমণ করিয়া তাহাদিগকে হত্যা করিতে লাগিলাম। সেই রাত্রে আমাদের সংকেত চিহ্ন ছিল, আমিত্ আমিত্। (অর্থাৎ, হে আল্লাহ্ ! শত্রুদিগকে ধ্বংস কর, শত্রুদিগকে ধ্বংস কর।) — আবু দাউদ
وَعَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ قَالَ: غَزَوْنَا مَعَ أبي بكر زمن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فبيَّتْناهُم نَقْتُلُهُمْ وَكَانَ شِعَارُنَا تِلْكَ اللَّيْلَةَ: أَمِتْ أَمِتْ. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান