মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৪৯
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৪৯। হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ) বলেন, (কোন এক যুদ্ধে) মুহাজিরদের সংকেত ছিল আব্দুল্লাহ' আর আনসারদের সংকেত ছিল 'আব্দুর রহমান।' –আবু দাউদ
كتاب الجهاد
وَعَن سَمُرةَ بن جُندبٍ قَالَ: كَانَ شِعَارُ الْمُهَاجِرِينَ: عَبْدَ اللَّهِ وَشِعَارُ الْأَنْصَار: عبدُ الرَّحمنِ. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান