মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৪৯
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৪৯। হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ) বলেন, (কোন এক যুদ্ধে) মুহাজিরদের সংকেত ছিল আব্দুল্লাহ' আর আনসারদের সংকেত ছিল 'আব্দুর রহমান।' –আবু দাউদ
وَعَن سَمُرةَ بن جُندبٍ قَالَ: كَانَ شِعَارُ الْمُهَاجِرِينَ: عَبْدَ اللَّهِ وَشِعَارُ الْأَنْصَار: عبدُ الرَّحمنِ. رَوَاهُ أَبُو دَاوُد
