মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৪৮
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৪৮। হযরত মুহাল্লাব (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) (খন্দকের যুদ্ধের দিন) বলিয়াছেন, যদি রাত্রির বেলায় শত্রুরা তোমাদের উপর হামলা করে, তখন তোমাদের প্রতীক ধ্বনি হইবে حم لَا ينْصرُونَ হা-মীম, লা-ইউন্‌ছারুন। —তিরমিযী ও আবু দাউদ
كتاب الجهاد
وَعَن الْمُهلب أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنْ بَيَّتَكُمُ الْعَدُوُّ فَلْيَكُنْ شِعَارُكُمْ: حم لَا ينْصرُونَ . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

شعار (শে'আর) অর্থ চিহ্ন বা প্রতীক। হুযূর (ﷺ) মুসলমান মুজাহিদগণকে বিভিন্ন যুদ্ধে বিভিন্ন ধরনের সংকেত ও প্রতীক ধ্বনি শিখাইয়া দিতেন, যেন উহা মুখে উচ্চারণ করিলে দিনে বা রাত্রে মুসলমানরা পরস্পর একে অন্যকে চিনিয়া লইতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান