মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৪৭
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৪৭। হযরত আব্দুর রহমান ইবনে আওফ (রাঃ) বলেন, নবী (ﷺ) বদরের যুদ্ধের দিন রাত্রের বেলায়ই আমাদিগকে প্রস্তুত করিয়াছেন। —তিরমিযী
الْفَصْل الثَّانِي
عَن عبدِ الرَّحمنِ بن عَوفٍ قَالَ: عَبَّأَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ببدر لَيْلًا. رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান