মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৪৬
৪. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৪৬। হযরত আবু উসায়দ (রাঃ) হইতে বর্ণিত, বদরের যুদ্ধের দিন যখন আমরা কুরাইশদের মোকাবিলায় সারিবদ্ধ অবস্থায় দাড়াইয়াছিলাম। আর তাহারাও আমাদের মোকাবিলায় সারিবদ্ধ হইয়াছিল, তখন রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে নির্দেশ দিয়াছিলেন যে, যখনই তাহারা তোমাদের খুব নিকটবর্তী হইবে, তখনই তীর নিক্ষেপ করিবে। আরেক সূত্রে বর্ণিত, যখনই তাহারা তোমাদের খুব নিকটবর্তী হইবে, তখনই তীর নিক্ষেপ করিবে এবং তোমাদের কিছু তীর সংরক্ষিত রাখিবে। (অর্থাৎ, এক সঙ্গে সব তীর ব্যবহার করিয়া নিরস্ত্র হইবে না।) বুখারী
আর হযরত সা'দ-এর বর্ণিত হাদীস هل تنصرون “ফকীরদের ফযীলত” অধ্যায়ে এবং হযরত বারা-এর বর্ণিত হাদীস রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটি দল প্রেরণ করিয়াছিলেন, “মো'জেযা”র অধ্যায়ে ইনশাআল্লাহু তা'আলা আমরা বর্ণনা করিব।
وَعَن أبي أَسِيدٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَنَا يَوْمَ بَدْرٍ حِينَ صَفَفَنَا لِقُرَيْشٍ وَصَفُّوا لَنَا: «إِذَا أَكْثَبُوكُمْ فَعَلَيْكُمْ بِالنَّبْلِ» . وَفِي رِوَايَةٍ: «إِذَا أَكْثَبُوكُمْ فَارْمُوهُمْ وَاسْتَبْقُوا نَبْلَكُمْ» . رَوَاهُ الْبُخَارِيُّ

وَحَدِيث سعد: «هُوَ تُنْصَرُونَ» سَنَذْكُرُهُ فِي بَابِ «فَضْلِ الْفُقَرَاءِ» . وَحَدِيثُ الْبَرَاءِ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَهْطًا فِي بَابِ «الْمُعْجِزَاتِ» إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস হইতে বুঝা যায় যে, অস্ত্রের পাল্লার মধ্যে না আসা পর্যন্ত শত্রুকে আঘাত করা বা অস্ত্র ব্যবহার করা উচিত নহে। কারণ, ইহাতে শুধু অস্ত্রের অপচয় হয়। অথচ উহা এমনভাবে ব্যবহার করিতে হইবে, যেন একটি তীরেরও লক্ষ্যস্থল হইতে বিচ্যুতি না ঘটে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯৪৬ | মুসলিম বাংলা