মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৪৫
৪. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৪৫। আব্দুল্লাহ ইবনে আওন হইতে বর্ণিত, হযরত নাফে' (ইবনে ওমরের আযাদ কৃত গোলাম) তাহাকে লিখিয়া জানান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) তাহাকে বলেন, একবার নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী মুস্তালিকের উপর অতর্কিতভাবে আক্রমণ করেন, যখন তাহারা "মুরায়সী" নামক স্থানে নিজেদের গবাদিপশুর মধ্যে গাফেল অবস্থায় ছিল। ফলে হুযূর (ছাঃ) তাহাদের মধ্যে যুদ্ধ করিতে সক্ষম লোকদিগকে হত্যা করিলেন এবং নারী ও শিশু-কিশোরদিগকে বন্দী করিলেন। – মোত্তাঃ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَوْنٍ: أَنَّ نَافِعًا كَتَبَ إِلَيْهِ يُخْبِرُهُ أَنَّ ابْنَ عمر أخبرهُ أَن ابْن عمر أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَغَارَ عَلَى بَنِي الْمُصْطَلِقِ غَارِّينِ فِي نَعَمِهِمْ بِالْمُرَيْسِيعِ فَقتل الْمُقَاتلَة وسبى الذُّرِّيَّة
হাদীসের ব্যাখ্যা:
মুসতালিক হইল খোযাআ গোত্রের একটি ক্ষুদ্র অংশ। যাহারা মক্কা ও মদীনার মধ্যবর্তী একটি এলাকায় বসবাস করিত এবং মুরায়সী তাহাদেরই নিকটবর্তী একটি জলাশয়ের নাম।
