মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৪৪
৪. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৪৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী নযীর গোত্রের খেজুর বাগান কাটিয়া এবং জ্বালাইয়া ফেলেন (অর্থাৎ, কাটিয়া ফেলিতে এবং জ্বালাইয়া ফেলিতে নির্দেশ দিলেন)। এই অবস্থা সম্পর্কে (ইসলামী কবি) হযরত হাসান ইবনে সাবেত (রাঃ) বলিয়াছিলেন, "বনী লুয়াই গোত্রের সম্মানিত নেতাদের নিকট বুয়াইরার সর্বত্র প্রজ্বলিত আগুন সহজ হইয়া পড়িয়াছে।” আর উক্ত ঘটনাটির দিকে ইঙ্গিত করিয়া কোরআনের এই আয়াতটি নাযিল হয়: “যেই সমস্ত খেজুর গাছ তোমরা কাটিয়া ফেলিয়াছ, কিংবা যেগুলি তাহার কাণ্ডের উপর দাঁড়ান অবস্থায় অবশিষ্ট রাখিয়াছ, তাহা তো আল্লাহর হুকুম অনুযায়ীই করিয়াছ।" (সূরা-হাশর) – মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطَعَ نَخْلَ بني النَّضيرِ وحرَّقَ وَلها يقولُ حسَّانٌ:

وَهَانَ عَلَى سَرَاةِ بَنِي لُؤَيٍّ حَرِيقٌ بِالْبُوَيْرَةِ مُستَطيرُ

وَفِي ذَلِكَ نَزَلَتْ (مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا فَبِإِذْنِ اللَّهِ)

হাদীসের ব্যাখ্যা:

'বুয়াইরা'—মদীনা শরীফের নিকটবর্তী একটি জায়গা। যেখানে ইহুদী বনী নযীর গোত্রের খেজুরের বাগান ছিল। ঘটনার বিবরণ হইল, কুরাইশ ও বনী নযীর গোত্রের মধ্যে মিত্রতার চুক্তি ছিল। মুসলমানরা যখন ঐ বাগানে আগুন জ্বালাইয়া দিয়াছিল, তখন মৈত্রীচুক্তি বহাল থাকা সত্ত্বেও কুরাইশরা তাহাদের বন্ধু বনী নযীর গোত্রের কোন প্রকারের সাহায্যে আগাইয়া আসে নাই। সুতরাং ইসলামের কবি হযরত হাসান ইবনে সাবেত (রাঃ) এই কবিতার মাধ্যমে কুরাইশ নেতাদের প্রতি তিরস্কার করিয়াছিলেন। আর বাগানটি নষ্ট করার দরুন কুরাইশরা হুযূর (ﷺ)-কে বলিয়াছিল, হে মুহাম্মদ! তুমি মানুষদিগকে যমীনের মধ্যে ফ্যাসাদ ও বিশৃংখলা সৃষ্টি করিতে নিষেধ করিয়াছ, অথচ নিজেই গাছ-গাছড়া কাটিয়া আগুন জ্বালাইয়া ফ্যাসাদ সৃষ্টি করিলে। ইহার উত্তরে উক্ত আয়াতটি নাযিল হইয়াছে, যেন তাহাদের ব্যথা আরও দ্বিগুণ বাড়িয়া যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯৪৪ | মুসলিম বাংলা