মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৪৩
৪. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৪৩। হযরত সা'ব ইবনে জাস্সামাহ্ (রাঃ) বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ঐ সমস্ত মুশরিক বস্তিবাসীর বিরুদ্ধে নৈশ আক্রমণ সম্পর্কে, যাহাদের নারী এবং শিশুরাও সেই আক্রমণে আক্রান্ত হয়। তিনি উত্তরে বলিলেন : উহারাও তাহাদেরই অন্তর্ভুক্ত। আরেক রেওয়ায়তে আছে, উহারা তাহাদের বাপ-দাদার অন্তর্ভুক্ত। -মোত্তাঃ
وَعَن الصَّعبِ بنِ جِثَّامةَ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عنْ أهلِ الدَّارِ يَبِيتُونَ مِنَ الْمُشْرِكِينَ فَيُصَابَ مِنْ نِسَائِهِمْ وَذَرَارِيِّهِمْ قَالَ: «هُمْ مِنْهُمْ» . وَفِي رِوَايَةٍ: «هُمْ مِنْ آبائِهم»
হাদীসের ব্যাখ্যা:
রাত্রির অন্ধকারে নৈশ হামলা চালাইলে নারী ও শিশু-কিশোর নিহত হইলে কোন দোষ হইবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে তাহাদিগকে কতল করা নিষিদ্ধ।
