মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৪০
৪. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৪০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন যুদ্ধ অভিযানে যাইতেন, তখন উম্মে সুলাইম (হযরত আনাসের মাতা) ও অন্যান্য আনসারী মহিলাদিগকে সঙ্গে নিতেন। এই সমস্ত মহিলারা যুদ্ধ চলাকালীন (সিপাহীদিগকে) পানি পান করাইত এবং আহতদের সেবা-যত্ন করিত। —মুসলিম
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو بِأُمِّ سُلَيْمٍ وَنِسْوَةٍ مِنَ الْأَنْصَارِ مَعَهُ إِذَا غَزَا يَسْقِينَ الْمَاءَ وَيُدَاوِينَ الْجَرْحَى. رَوَاهُ مُسلم
