মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৪১
৪. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৪১। হযরত উম্মে আতিয়্যা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করিয়াছি। মুজাহেদীনগণ ময়দানে যুদ্ধে লিপ্ত থাকিতেন আর আমি তাহাদের পশ্চাতে তাঁবুতে থাকিয়া তাহাদের খানাপিনা তৈয়ার করিতাম, আহতদের ঔষধ-পথ্য এবং রোগীদের সেবা-যত্ন করিতাম। -মুসলিম
وَعَن أُمِّ عطيَّةَ قَالَتْ: غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعَ غَزَوَاتٍ أَخْلُفُهُمْ فِي رِحَالِهِمْ فَأَصْنَعُ لَهُمُ الطَّعَامَ وَأُدَاوِي الْجَرْحَى وَأَقُومُ عَلَى المرضى. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান