মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৩৯
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৩৯। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) হইতে বর্ণিত, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যুদ্ধ রণকৌশল মাত্র। -মোত্তাঃ
كتاب الجهاد
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «الْحَرْب خدعة»
হাদীসের ব্যাখ্যা:
সমস্ত ওলামাদের ঐক্যমত যে, কাফেরদের সাথে যুদ্ধের সময় তাহাদিগকে ধোঁকায় ফেলা জায়েয আছে। আরবী পরিভাষায় ইহাকে 'তাওরিয়া' বলা হয়। তবে ধোঁকায় ফেলিয়া চুক্তি ভঙ্গ করা কিংবা নিরাপত্তা প্রদান করিয়া উহার বরখেলাফ করা জায়েয নাই।