মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৩৮
৪. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাভিযানে হত্যার বর্ণনা
৩৯৩৮। হযরত কা'ব ইবনে মালেক (রাঃ) বলেন, প্রায়শ রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে, তিনি কোন নির্দিষ্ট জায়গায় যুদ্ধের সংকল্প করিলে উহা গোপন রাখিয়া বাহ্যত অন্য দিকে রওয়ানা হইতেছেন বলিয়া ইঙ্গিত দিতেন। কিন্তু যখন এই যুদ্ধ অর্থাৎ, তবুক যুদ্ধ উপস্থিত হইল, যে যুদ্ধের সংকল্প রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড গরমের মওসুমে করিয়াছিলেন এবং এই অভিযানের যাত্রাপথ ছিল দুর্গম মরুময়, আর শত্রুর সংখ্যাও ছিল ব্যাপক। তখন হুযূর (ছাঃ) মুসলমানদের সম্মুখে ব্যাপারটি স্পষ্ট করিয়া ব্যক্ত করিয়া দিলেন, যাহাতে তাহারা অভিযানের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করিতে পারে। তাই তিনি স্বীয় লক্ষ্যস্থল সাহাবাদিগকে জানাইয়া দিলেন। —বুখারী
وَعَن كَعْب بن مالكٍ قَالَ: لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدُ غَزْوَةً إِلَّا وَرَّى بِغَيْرِهَا حَتَّى كَانَتْ تِلْكَ الْغَزْوَةُ يَعْنِي غَزْوَةَ تَبُوكَ غَزَاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَرٍّ شَدِيدٍ وَاسْتَقْبَلَ سَفَرًا بَعِيدًا وَمَفَازًا وَعَدُوًّا كَثِيرًا فَجَلَّى لِلْمُسْلِمِينَ أَمْرَهُمْ لِيَتَأَهَّبُوا أُهْبَةَ غَزْوِهِمْ فَأَخْبَرَهُمْ بِوَجْهِهِ الَّذِي يُرِيدُ. رَوَاهُ الْبُخَارِيُّ
হাদীসের ব্যাখ্যা:
শত্রু পক্ষের গুপ্তচরের দৃষ্টি ও ধারণা এড়াইবার জন্যই আসল লক্ষ্যস্থল প্রকাশ করিতেন না। ইহা যুদ্ধনীতিতে বৈধ। তবুকের অভিযান নবম হিজরীতে আরব সীমান্তে রোমীয় খৃষ্টানদের বিরুদ্ধে ছিল। শেষ পর্যন্ত যুদ্ধ হয় নাই। মুসলমানদের আগমন সংবাদ পাইয়াই খৃষ্টানরা পলায়ন করিয়াছিল।
