মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯২৩
২. তৃতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯২৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, একবার নবী (ﷺ) হযরত আব্দুল্লাহ্ ইবনে রাওয়াহা (রাঃ)-কে একটি সেনাদলে (অধিনায়ক নিযুক্ত করিয়া) পাঠাইলেন, ঘটনাক্রমে সেই দিন ছিল জুমআর দিন। তাঁহার সঙ্গীরা তো ভোরেই রওয়ানা হইয়া চলিয়া গেল, কিন্তু ইবনে রাওয়াহা (মনে মনে) বলিলেন, আমি তাহাদের পশ্চাতে থাকিয়া যাইব এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে (জুমআর) নামায আদায় করিয়া পরে যাইয়া সঙ্গীদের সাথে মিলিত হইব। অতঃপর তিনি যখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে (জুমআর নামায আদায় করিলেন, তখন তিনি আব্দুল্লাহকে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন, ভোরে তোমার সঙ্গীদের সাথে যাওয়া হইতে কিসে তোমাকে বিরত রাখিয়াছে? উত্তরে তিনি বলিলেন, আমি এই ইচ্ছা রাখিয়াছি যে, আপনার সাথে (জুমআর) নামায আদায় করিয়া পরে সঙ্গীদের সাথে মিলিত হইব। হুযূর (ﷺ) বলিলেনঃ যদি তুমি পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় কর, তবুও তুমি সঙ্গীদের সাথে ভোরে রওয়ানা হওয়ার ফযীলত হাসিল করিতে পারিবে না। – তিরমিযী
وَعَن ابْن عَبَّاس قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ فِي سَرِيَّةٍ فَوَافَقَ ذَلِكَ يَوْمَ الْجُمُعَةِ فَغَدَا أَصْحَابُهُ وَقَالَ: أَتَخَلَّفُ وأُصلّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَلْحَقُهُمْ فَلَمَّا صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَآهُ فَقَالَ: «مَا مَنَعَكَ أَنْ تَغْدُوَ مَعَ أَصْحَابِكَ؟» فَقَالَ: أَرَدْتُ أَنْ أُصَلِّيَ مَعَكَ ثُمَّ أَلْحَقُهُمْ فَقَالَ: «لَوْ أَنْفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أدركْتَ فضلَ غدْوَتهمْ» . رَوَاهُ التِّرْمِذِيّ
