মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯২২
২. তৃতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯২২। হযরত আবু কাতাদাহ্ (রাঃ) বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিয়ম ছিল, যখন তিনি সফরে যাইতেন এবং রাত্রের শেষাংশে বিশ্রাম করিতেন, ডান কাতে শয়ন করিতেন। আর যখন ভোর হওয়ার পূর্ব-মুহূর্তে বিশ্রাম করিতেন, তখন স্বীয় ডান হাত (কনুইকে যমীনে রাখিয়া) খাড়া করিয়া রাখিতেন। অতঃপর হাতলীর উপর মাথা রাখিতেন। —মুসলিম
الْفَصْل الثَّالِث
عَن أبي قتادةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ فِي سَفَرٍ فَعَرَّسَ بِلَيْلٍ اضْطَجَعَ عَلَى يَمِينِهِ وَإِذَا عَرَّسَ قُبَيْلَ الصُّبْحِ نَصَبَ ذِرَاعَهُ وَوَضَعَ رَأْسَهُ عَلَى كَفِّهِ. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

এইভাবে হাতের তালুর উপর মাথা রাখিলে নিদ্রা গভীর হয় না (মুসলিম), আর এই সময় নিদ্রা গভীর না হওয়াই কাম্য। কেননা, কিছুক্ষণের মধ্যেই ফজরের নামায আদায় করিতে হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯২২ | মুসলিম বাংলা