মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯২৪
২. তৃতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯২৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই কাফেলার সাথে চিতা বাঘের চামড়া থাকে, সেই কাফেলার সাথে (রহমতের) ফিরিশতা থাকে না। –আবু দাউদ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَصْحَبُ الْمَلَائِكَةُ رُفْقَةً فِيهَا جِلْدُ نَمِرٍ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

চিতা বাঘের চামড়া ব্যবহার করিলে অহংকার ও গর্বের ভাব প্রকাশ পায়। এতদ্ব্যতীত ইহা আজমীদের (অনারবদের) বিশেষ পোশাক। তাহারা গর্বের সহিত ইহা পরিধান করিত। তাই উহা ব্যবহার করা নিষেধ এবং উহা ব্যবহারকারীদের সাথে ফেরেশতা থাকে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯২৪ | মুসলিম বাংলা