মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯০৮
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯০৮। গামেদী গোত্রীয় হযরত ছাখর ইবনে ওয়াদাআহ্ (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) দো'আ করিয়াছেন, “আয় আল্লাহ্! আমার উম্মতের জন্য তাহাদের প্রভাতে 'বরকত' দান কর।” আর হুযূর (ﷺ) যখনই কোন ছোট কিংবা বড় সেনাদল জেহাদে পাঠাইতেন, তখন উহাকে দিনের প্রথম ভাগেই পাঠাইতেন। বর্ণনাকারী ছাখর ছিলেন একজন ব্যবসায়ী। সুতরাং তিনিও তাঁহার তেজারতী মাল দিনের প্রথম ভাগে পাঠাইতেন। ফলে তিনি ধনবান হইয়া গিয়াছিলেন এবং তাঁহার মালও অধিক বৃদ্ধি পাইয়াছিল। —তিরমিযী, আবু দাউদ ও দারেমী
الْفَصْل الثَّانِي
عَن صخْرِ بن وَداعةَ الغامِديِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا» وَكَانَ إِذا بعثَ سريَّةً أوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ وَكَانَ صَخْرٌ تَاجِرًا فَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ أَوَّلَ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مالُه. رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد والدارمي
