মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯০৯
- জিহাদের বিধানাবলী অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯০৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা অবশ্যই রাত্রি বেলায় সফর কর। কেননা, রাত্রির বেলায় যমীন সংকুচিত হয়। –আবু দাউদ
كتاب الجهاد
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِالدُّلْجَةِ فَإِنَّ الْأَرْضَ تُطوَى بالليلِ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

دلجة সন্ধ্যা-রাত্রের অন্ধকার, আর ادلج শেষ রাত্রের অন্ধকারকে বলা হয়। আসলে রাত্রের বেলায় সফরে অনেকক্ষণ নাগাদ চলিলেও মনে হইবে, এই মাত্র রওয়ানা হইয়াছে। আর দিনের বেলায় এইদিক সেইদিক চাহিতে চাহিতে অধিক পথ অতিক্রম করা যায় না। কিন্তু রাত্রের বেলায় সেসব কিছু দৃষ্টিতে পড়ে না। ফলে অল্প সময়ের মধ্যে অনেক দূর পথ আগাইয়া যায়। আর হাদীসের অর্থ ইহাও নহে যে, দিনের বেলায় সফর করা নিষেধ; বরং দিনের চাইতে রাত্রের সফর অশ্রান্ত ও অধিক আরামদায়ক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান