মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯০৭
- জিহাদের বিধানাবলী অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯০৭। হযরত জাবের (রাঃ) বলেন, কোন এক সফরে আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। সফর হইতে ফিরিয়া আমরা মদীনায় পৌঁছিলে তিনি আমাকে বলিলেনঃ যাও, মসজিদে গিয়া উহাতে দুই রাকআত নামায আদায় করিয়া লও। -বুখারী
كتاب الجهاد
وَعَن جَابر قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ قَالَ لِي: «ادْخُلِ الْمَسْجِدَ فَصَلِّ فِيهِ رَكْعَتَيْنِ» . رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান