মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৮৭
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৮৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, নবী (ﷺ)-এর বড় ঝাণ্ডা (পতাকা) ছিল কালো বর্ণের এবং ছোট পতাকাটি ছিল সাদা রংয়ের। —তিরমিযী ও ইবনে মাজাহ্
وَعَنِ ابْنِ عَبَّاسٍ
قَالَ: كَانَتْ رَايَةُ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَوْدَاءَ وَلِوَاؤُهُ أبيضَ. رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
قَالَ: كَانَتْ رَايَةُ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَوْدَاءَ وَلِوَاؤُهُ أبيضَ. رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
راية বড় এবং ভারী পতাকা। উহা হইল গোটা সেনাদলের পরিচয় প্রতীক। হুযূর (ﷺ)-এর এই পতাকার নাম ছিল اعقاب আর لواء ইহাও পতাকা বা ঝাণ্ডা, কিন্তু উহা আকারে ছোট এবং খণ্ড খণ্ড কাপড়ের টুকরা। তীর ধনুকের মাথায় বাঁধিয়া যুদ্ধ চলাকালে ময়দানে উত্তোলন করা হয়।
