মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৮৬
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৮৬। হযরত সায়েব ইবনে ইয়াযীদ (রাঃ) হইতে বর্ণিত যে, ওহুদের লড়াইয়ের দিন নবী (ﷺ)-এর উপর দুইটি বর্ম ছিল তিনি একটির উপরে আরেকটি পরিধান করিয়াছিলেন। – আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَن السَّائِب بْنِ يَزِيدَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عَلَيْهِ يَوْمَ أُحُدٍ دِرْعَانِ قَدْ ظَاهَرَ بَيْنَهُمَا. رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

درع অর্থ লৌহ-নির্মিত পোশাক। যুদ্ধের সময় উহা পরিধান করা হয়। এই হাদীস হইতে এই কথাই প্রমাণিত হইল যে, যুদ্ধের ময়দানে আত্মরক্ষা বা নিজের হেফাযতের জন্য লৌহবর্ম ইত্যাদি পরিধান করা জায়েয এবং উহা তাওয়াক্কুলের পরিপন্থী নহে
tahqiqতাহকীক:তাহকীক চলমান