মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৮৮
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৮৮। মুহাম্মাদ ইবনে কাসেমের আযাদকৃত গোলাম মুসা ইবনে উবায়দা (রহঃ) বলেন, একদা মুহাম্মাদ ইবনে কাসেম আমাকে হযরত বারা ইবনে আযেব (রাঃ)-এর নিকট রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পতাকা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য পাঠাইয়া ছিলেন। তিনি বলিলেন, উহা চতুষ্কোণ কৃষ্ণ বর্ণের চিত্রকের ন্যায় ছিল। —আহমদ, তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ مَوْلَى مُحَمَّدِ بْنِ الْقَاسِمِ قَالَ: بَعَثَنِي مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ إِلَى الْبَرَاءِ بْنِ عَازِبٍ يَسْأَلُهُ عَنْ رَايَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: كَانَتْ سَوْدَاءَ مُرَبَّعَةً مِنْ نَمِرَةٍ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
نمرة অর্থাৎ, সাদা কালো ডোরাবিশিষ্ট চাদর। মূলত 'নামিরাহ্' চিতা বাঘকে বলা হয়। যাহা সাধারণত সাদা-কালো ডোরাবিশিষ্ট হইয়া থাকে। সুতরাং যে হাদীসে কালো পতাকার উল্লেখ রহিয়াছে, উহা দ্বারা একেবারে মিসকালো উদ্দেশ্য নহে; বরং দূর হইতে কালোই মনে হইত, আসলে উহার রং ছিল সাদা-কালো মিশ্রিত ঐ জানোয়ারের রংয়ের মত।
