মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৬৯
১. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৬৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলিয়াছেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোড়ার মধ্যে শেকাল হওয়াটা পছন্দ করিতেন না। শেকাল ঐ ঘোড়াকে বলা হয়, যাহার ডান পা ও বাম হাত শ্বেত বর্ণের, অথবা ডান হাত ও বাম পা। —মুসলিম
وَعَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يكرَهُ الشَّكالَ فِي الْخَيْلِ وَالشِّكَالُ: أَنْ يَكُونَ الْفَرَسُ فِي رِجْلِهِ الْيُمْنَى بَيَاضٌ وَفِي يَدِهِ الْيُسْرَى أَوْ فِي يدِه اليُمنى ورِجلِه اليُسرى. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

কাহারও মতে যে কোন তিন পা শ্বেতবর্ণ হওয়াকে শেকাল বলে। হুযূর (ﷺ) এই ধরনের ঘোড়াকে কেন অপছন্দ করিতেন তাহা তিনিই ভাল জানেন। তবে কাহারও মতে ; অভিজ্ঞতা হইতে প্রমাণিত যে, এই জাতীয় ঘোড়ার মধ্যে ভাল গুণাবলী থাকে না। উক্ত হাদীসে শেকাল-এর ব্যাখ্যার অংশটি বাহ্যত বর্ণনাকারীর কথা, হুযূর (ﷺ)-এর নহে, অন্যথায় ইহাতে মতভেদ দেখা দিত না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান