মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৬৮
১. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৬৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান এবং তাহার প্রতিশ্রুতির উপর পূর্ণ বিশ্বাস রাখিয়া আল্লাহর পথে (জেহাদের জন্য) ঘোড়া আব্দ্ধ রাখে (পালন করে), কিয়ামতের দিন ঘোড়ার পরিতৃপ্ত খানা-পিনা এবং উহার গোবর পেশাবও ঐ ব্যক্তির (আমলের) পাল্লায় ওজন করা হইবে। (অর্থাৎ, উহার বিনিময়ে সওয়াব ও কল্যাণ দান করা হইবে।) বুখারী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ احْتَبَسَ فَرَسًا فِي سَبِيل الله إِيمَانًا وتصْديقاً بوَعْدِه فإِنَّ شِبَعَه ورِيَّه ورَوْثَه وبَوْلَه فِي مِيزَانه يَوْم الْقِيَامَة» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
(احتبس) অর্থ বাঁধিয়া রাখা, রুখিয়া রাখা। আবার আল্লাহর রাস্তায় ওয়াকফ করিয়া দেওয়ার অর্থেও ব্যবহৃত হয়। অর্থাৎ, সওয়াব ও পুরস্কারের ক্ষেত্রে এগুলি তাহার আমলের অন্তর্ভুক্ত হইবে।
