মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৭০
১. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৭০। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফইয়া হইতে শুরু করিয়া সানিয়াতুল বিদা পর্যন্ত সীমানার মধ্যে প্রশিক্ষণ-প্রাপ্ত ঘোড়াসমূহের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান করিয়াছেন। আর এই দুই জায়গার মধ্যকার দূরত্ব হইল ছয় মাইল। আর তিনি প্রশিক্ষণবিহীন ঘোড়াসমূহের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান করিয়াছেন সানিয়াতুল বিদা হইতে বনী যুরাইকের মসজিদ পর্যন্ত। এই জায়গা দুইটির মধ্যকার দূরত্ব ছিল এক মাইল। -মোত্তাঃ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سابَقَ بينَ الخيلِ الَّتِي أُضمِرَتْ منَ الحَفْياءِ وَأَمَدُهَا ثَنِيَّةُ الْوَدَاعِ وَبَيْنَهُمَا سِتَّةُ أَمْيَالٍ وَسَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تَضْمُرُ مِنَ الثِّنْيَةِ إِلَى مَسْجِد بني زُرَيْق وَبَينهمَا ميل

হাদীসের ব্যাখ্যা:

আল্লামা সয়ুতী (রহঃ) বলেন, ঘোড়াকে اضمار করার নিয়ম-পদ্ধতি নিম্নরূপ ছিল। প্রথমে কোন একটি ঘোড়াকে কিছুদিন খুব বেশী পরিমাণে খাদ্য-খোরাক সরবরাহ করা হইত। যখন উহা খুব মোটা-তাজা হইয়া যাইত, তখন ধীরে ধীরে ক্রমান্বয়ে খাদ্যের পরিমাণ হ্রাস করা হইত। যখন উহার আসল খোরাকের পরিমাণে নামিয়া আসিত, তখন ঘোড়াটিকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করিয়া উহার দেহের উপর মোটা কম্বল কিংবা এই জাতীয় কিছু জড়াইয়া দেওয়া হইত। যখন তাহার শরীরের সমস্ত মেদ-রস ইত্যাদি বাহির হইয়া শুকাইয়া যাইত, তখন উহার শরীরের গোশত কমিয়া যাইত, কিন্তু দেহের শক্তি যথারীতি বহাল থাকিত। ঘোড়দৌড় প্রতিযোগিতায় এই জাতীয় ঘোড়াকে ব্যবহার করা হইত। আরবদের নিকট এই শ্রেণীর ঘোড়ার মূল্য ছিল অত্যধিক।
এই হাদীসের ভিত্তিতে যদি কেহ বর্তমান বিশ্বে প্রচলিত ঘোড়দৌড় প্রতিযোগিতার বৈধতা প্রমাণ করিতে চায়, তবে উহা ঠিক হইবে না। কারণ হুযূর (ﷺ) যেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়াছিলেন, উহা ছিল যুদ্ধের (জেহাদের) অংশবিশেষের প্রশিক্ষণ। কিন্তু বর্তমান বিশ্বে যাহা প্রচলিত, উহাতে জুয়া ইত্যাদি অন্তর্ভুক্ত রহিয়াছে। কাজেই ইহা হারাম ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান