মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৭৬
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকার্য এবং সাক্ষ্যদান
৩৭৭৬। হযরত আশ্আস ইবনে কায়স (রাঃ) বলেন, এক কিনদী এবং এক হাযরামীর মধ্যে ইয়ামান এলাকার এক জমি লইয়া ঝগড়া বাধিল। এই ব্যাপারে তাহারা উভয়েই রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইল। হাযরামী বলিল, ইয়া রাসূলাল্লাহ্ ! ভূমিটি আমার, এই লোকের পিতা বলপূর্বক আমার নিকট হইতে ছিনাইয়া নিয়াছে এবং বর্তমানে উহা তাহার দখলেই রহিয়াছে। হুযূর (ﷺ) বলিলেন, এই সম্পর্কে তোমার কোন সাক্ষ্য-প্রমাণ আছে কি? সে বলিল, না। তবে আমি তাহাকে এইরূপে কসম দিব যে, সে কসম করিয়া বলিবে, আল্লাহর কসম! সে জ্ঞাত নহে যে, এই জমি আমার এবং তাহার পিতা আমার নিকট হইতে জোরপূর্বক ছিনাইয়া লইয়াছে। অতঃপর কিনদী কসম করিতে উদ্যত হইল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ যে ব্যক্তি (মিথ্যা) কসম করিয়া অপরের মাল-সম্পদ নিজের অধিকারে লইয়া আসে, সে (কিয়ামতের দিন) হাত কর্তিত অবস্থায় আল্লাহর সাথে মিলিত হইবে। (এই ভীতিবাক্য শোনার পর) কিন্দী বলিয়া উঠিল, এই যমীন ঐ লোকেরই (হায়ামীর)।, —আবু দাউদ
كتاب الإمارة والقضاء
وَعَنْهُ أَنْ رَجُلًا مَنْ كِنْدَةَ وَرَجُلًا مِنْ حَضْرَمَوْتَ اخْتَصَمَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَرْضٍ مِنَ الْيَمَنِ فَقَالَ الْحَضْرَمِيُّ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَرْضِي اغْتَصَبَنِيهَا أَبُو هَذَا وَهَى فِي يَدِهِ قَالَ: «هَلْ لَكَ بَيِّنَةٌ؟» قَالَ: لَا وَلَكِنْ أُحَلِّفُهُ وَاللَّهِ مَا يَعْلَمُ أَنَّهَا أَرْضِي اغْتَصَبَنِيهَا أَبُوهُ؟ فَتَهَيَّأَ الْكِنْدِيُّ لِلْيَمِينِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَقْطَعُ أَحَدٌ مَالًا بِيَمِينٍ إِلَّا لَقِيَ اللَّهَ وَهُوَ أَجْذَمُ» فَقَالَ الْكِنْدِيُّ: هِيَ أرضُهُ. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান