মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৭৭
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকার্য এবং সাক্ষ্যদান
৩৭৭৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওনায়স (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ্ হইল, (ক) আল্লাহর সঙ্গে কাহাকেও অংশীদার করা। (খ) মাতা-পিতার নাফরমানী করা ও (গ) মিথ্যা কসম করা। প্রকৃতপক্ষে যখন কোন শপথকারী বাধ্যতামূলকভাবে শপথ করে এবং উহাতে মাছির ডানার পরিমাণও মিথ্যা মিশ্রণ করে, তখনই তাহার অন্তরের মধ্যে মাছির ডানা পরিমাণ একটি দাগ পড়িয়া যাইবে, যাহা কিয়ামত পর্যন্ত থাকিবে। – তিরমিযী এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
كتاب الإمارة والقضاء
وَعَن عبدِ اللَّهِ بنِ أُنَيْسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ الشِّرْكَ بِاللَّهِ وَعُقُوقَ الْوَالِدَيْنِ وَالْيَمِينَ الْغَمُوسَ وَمَا حَلَفَ حَالِفٌ بِاللَّهِ يَمِينَ صَبْرٍ فَأَدْخَلَ فِيهَا مِثْلَ جَنَاحِ بَعُوضَةٍ إِلَّا جُعِلَتْ نُكْتَةً فِي قَلْبِهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

غموس অর্থঃ আগুনে কিংবা পানিতে প্রবেশ করা। আর يمين غموس অর্থঃ অতীতের কোন বিষয়ে মিথ্যা কসম করা। এই ধরনের কসম দ্বারা শপথকারী যেন আগুনের ভিতরে প্রবেশ করিল। কসম কত প্রকার ও কি কি এবং উহার হুকুম বিধান কি? আমরা পিছনে 'কসম ও মান্নতের' অধ্যায়ে বিস্তারিত আলোচনা করিয়াছি। কবীরা গুনাহর দ্বারা যেই বিরাট পাপ হয়, একমাত্র খালেস তওবার দ্বারাই তাহা মাফ হইতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান